রাজশাহীতে বালুমহাল বন্ধের দাবি

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ২২:০৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া এলাকার একটি বালুমহাল বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বুধবার দুপুরে রাজাবাড়িহাটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন পালিত হয়।

এতে সভপতিত্ব করেন শাহ মুহম্মদ মাস্টার।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। তিনি বলেন, অবিলম্বে বালুমহালের দরপত্র বাতিল করে বালু উত্তোলন বন্ধ করা না হলে আসছে ভরা মৌসুমে এলাকাটি পদ্মা নদীতে বিলীন হয়ে যাবে। নদী থেকে বালু তুলে নিয়ে যাওয়ার কারণে এখন এলাকার পরিবেশের ক্ষতি হচ্ছে। ট্রাকের ধুলোবালিতে এলাকায় টেকা মুশকিল।’

মানবন্ধনে রাজাবাড়িহাট দুর্গা মন্দিরের সভাপতি শ্রী কৃষ্ণ ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আফতাব উদ্দিনসহ আশপাশের স্কুলের শিক্ষকরা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, ‘পদ্মা নদী থেকে বালু তোলার কারণে আসছে ভরা মৌসুমে চারটি গ্রাম ভাঙনের হুমকির মুখে পড়েছে। পদ্মায় বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে একটি স্কুল, দুটি মাদরাসা, দুটি মসজিদ ও একটি শ্মশান ঘাটসহ অনেক ঘরবাড়ি।’

এছাড়া ভরা মৌসুমে ভাঙন শুরু হলে এ এলাকায় অবস্থিত সরকারের আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার, মুরগি উন্নয়ন খামার এবং ভেড়া উন্নয়ন খামার। তাই বালুঘাট বন্ধ করে এলাকাটি রক্ষার দাবি জানান তারা। একইসঙ্গে এ এলাকায় নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

প্রসঙ্গত, বালু তোলার প্রতিবাদ করায় গত রবিবার বিকালে খারিজাগাতি গ্রামজুড়ে হামলা চালানো হয়। বালু উত্তোলনকারীদের এ হামলায় গ্রামের অন্তত ১০ জন আহত হন। এ হামলার পর সোমবার এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে তারা বালু উত্তোলন বন্ধ ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :