জয়পুরহাটে সাংবাদিক পেটালেন আসামির স্বজনরা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২৬

জয়পুরহাটে দুটি হত্যা মামলার আসামিদের ছবি তুলতে গিয়ে তাদের হুকুমে আসামিদের স্বজনরা এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার আহত ওই সাংবাদিক হলেন দৈনিক জয়পুরহাট খবরের বিশেষ প্রতিনিধি মিনহাজুর রহমান ছোটন। এসময় তার ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলেও দাবি করেন আহত সাংবাদিক।

বুধবার দুপুরে জজ কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে পুলিশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘বুধবার কালাই-এর আলোচিত দুটি হত্যা মামলার আসামি কালাই উপজেলার মাত্রাই ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ ন ম শকওত হাবিব তালুকদার লজিক ও একই উপজেলার উদয়পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী দাদার আদালতে হাজিরার তারিখ ছিল। আসামিদের জেলখানা থেকে কোর্টে আনার সময় জজ কোর্টের সামনে রাস্তায় ছবি তোলাকে কেন্দ্র করে আসামিদের স্বজনরা এ হামলা করে। সাংবাদিকের ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা, উদ্ধার করতে এবং জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

এদিকে আহত সাংবাদিককে দেখতে যান সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনসহ স্থানীয় সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :