বার্সেলোনায় আল্লামা ফুলতলী (রহ.)-এর ইসালে সওয়াব

জাহিদুল আলম মাসুদ, স্পেন
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ২২:৩৫

আল্লামা ফুলতলী (রহ.)-এর ইসালে সওয়াব উপলক্ষে স্পেনের বার্সেলোনায় ১৫ এপ্রিল লতিফিয়া ফুলতলী জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার আয়োজনে সভা সঞ্চালনা করেন মইনুল ইসলাম, সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সভায় প্রধান অতিথি ছিলেন- আল্লামা ফুলতলী (রাহ.)-এর নাতি মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি ছিলেন- আনজুমানে আল ইসলাহ ইউকে নর্থ ওয়েস্ট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ বাছিত আশরাফ, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল জলিল, মাওলানা আবুল কালাম শিবলু প্রমুখ।

আলোচকবৃন্দ মাহফিলে পবিত্র শবেবরাত ও সুন্নাহর গুরুত্ব, রোজার তাৎপর্যসহ ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

মাহফিল শেষে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক হিরা আলম, আবু তালেব আল মামুন লাভু, দুলাল মিয়া প্রমুখ।

তারা ইসলামী জাগরণে সুন্নি মতাদর্শভিত্তিক সংগঠন আনজুমানে আল ইসলাহ-এর গুরুত্ব তুলে ধরেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :