ইন্দোনেশিয়া নির্বাচন, এগিয়ে উইদোদো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৫৯

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় বুধবার প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। ভোটের পরের বেশ কয়েকটি জরিপে বলা হয়েছে, আবারো প্রেসিডেন্ট হচ্ছেন উইদোদো।

পাঁচটি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের করা এক্সিট পোলে দেখা গেছে, ক্ষমতায় থাকা জোকো উইদোদো প্রতিদ্বন্দ্বী প্রাবোভো সুবিয়ান্তোকে বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন৷ নির্বাচন কেন্দ্রে উপস্থিত ভোটারদের উপর পরিচালিত জরিপগুলো বলছে, প্রায় ৫৫ ভাগ ভোটার জোকো উইদোদোর পক্ষে৷ আর প্রায় ৪৪ ভাগ ভোটার প্রাবোভো সুবিয়ান্তোকে বেছে নিতে পারেন৷

২০১৪ সালের নির্বাচনেও প্রাবোভো সুবিয়ান্তোকে পরাজিত করেছিলেন উইদোদো৷ তবে সেই সময় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ছিলো সামান্য।

বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত এবং তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ ইন্দোনেশিয়াতে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ প্রায় ১৮ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার এ নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের আইন প্রণেতাদের নির্বাচিত করেছে৷

এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দেশটির অর্থনীতি ও রক্ষণশীল ইসলাম৷ বিশেষজ্ঞদের মতে, ভোটারদের বড় অংশ তরুণরাই এখন রক্ষণশীল ইসলামের সমর্থক৷ ১৯৯৮ সালে গণতন্ত্রের পথে যাত্রা শুরুর পর দেশটি ধর্ম আর রাষ্ট্রকে পৃথক হিসেবে রাখার শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করে৷ কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে৷

ভোটগ্রহন শেষ হওয়ার পর এক ভাষণে উইদোদো বলেন, তিনি জানতেন যে, তার দল এগিয়ে থাকবে৷ নির্বাচনের সময় যে রাজনৈতিক বিভাজন দেখা দিয়েছে, নির্বাচনের পরে এ বিভাজন ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি৷

তবে এক্সিট পোলের এ ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনের জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন সুবিয়ান্তো৷ নির্বাচনে কারচুপির আভিযোগও এনেছে তার দল৷

দেশটিতে একদিনের নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টসহ পার্লামেন্টের উচ্চকক্ষের মোট ১৩৬টি সদস্য পদ এবং নিম্নকক্ষের আরও প্রায় ৫৭৫টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে অন্তত দুই হাজার ২০৭ জন প্রাদেশিক সদস্য ছাড়াও মোট ১৭ হাজার ৬১০টি স্থানীয় কাউন্সিলর পদের নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট ১৬টি রাজনৈতিক দল। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রার্থী।

ঢাকা টাইমস/১৮এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :