ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চালু

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ১১:২১

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে অবশেষে যোগ হলো ডার্ক মোড। 

সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে  বিশ্বব্যাপী সব গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। গত বছর থেকেই ডার্ক মোড পরীক্ষা করছিল  ফেসবুক মেসেঞ্জার। গেল বছরের অক্টোবর মাসে এই ফিচার ফেসবুকে মেসেঞ্জারে যোগ হওয়ার কথা ছিল।

সম্প্রতি বিশেষ ইমোজি ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড ব্যবহার করা যাচ্ছিল। অবশেষে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে গেল।

আপনার স্মার্টফোনে  মেসেঞ্জারে ডার্ক মোড এনাবল করতে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করুন। এর পরে  সেটিংস  সিলেক্ট করুন। এখানে আপনার নামের নিচে ডার্ক মোড সুইচ দেখতে পাবেন। এই সুইচ অন করে দিলে মেসেঞ্জারে ডার্ক মোড এনেবেল হয়ে যাবে।

ডার্ক মোডে মেসেঞ্জারে অ্যাপের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে। এর ফলে চোখে যেমন কম চাপ পড়বে একই ভাবে ব্যাটারি ব্যাক আপ বাড়াতে সাহায্য করবে ডার্ক মোড। বিশেষ করে ফোনে অ্যামেলিড ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য চোখে পড়বে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজেড)