পদ্মায় ভেসে উঠল পা বাঁধা মরদেহ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:২১

রাজশাহীর পদ্মা নদীতে পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিন-চার দিন আগে তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পচন ধরা মরদেহের পা বাঁধা ছিল। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখে রাজপাড়া থানায় খবর দিলে সেটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নদীর পাড়ের ওপরের এলাকাটি রাজপাড়া থানার অন্তর্গত। কিন্তু নদী দামকুড়া থানা এলাকায়। তাই মরদেহটি উদ্ধার করে দামকুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামকুড়া থানার ওসি আবদুল লতিফ শাহ বলেন, নিহত ব্যক্তির পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। আর মরদেহটি নদীর পানিতে ভাসছিল। তাই সেটি ভেসে এসেছে বলে তারা ধারণা করছেন।

তবে অন্য কোথাও তাকে হত্যা করে টি-বাঁধ এলাকায় মরদেহ ফেলে যাওয়া হয়েছে কি না সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে থানায় মামলা হবে। আর মরদেহের পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হবে বলেও জানান দামকুড়া থানার ওসি।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :