ময়মনসিংহে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৩৭

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকা টাইমস

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মরাজের মাকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মোট ২৯ জন আসামির মধ্যে বাকি ২৫ জন বেকসুর খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল হেলিম ও আবুল কাশেম। তিন বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, আব্দুল আজিজ ও খোকন মিয়া।

বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ এহসানুল হকের আদালত চাঞ্চল্যকর হত্যা মামলাটির এ রায় দেন।

আসামিরা আদালতে হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ৩ নভেম্বর দলবদ্ধ হয়ে দেশি অস্ত্র দিয়ে মরাজের মাকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুস সালাম ৩৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন। তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিবেদক/এআর)