সিলিন্ডারে লিকেজ, গাজীপুরে চটপটি বিক্রেতা দগ্ধ

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৬

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের টঙ্গীতে সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে রুবেল হোসেন নামে এক চটপটি বিক্রেতা দগ্ধ  হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে টঙ্গী বাজারের আজমত উল্লা রোড এলাকার পাঁচতলা ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ রুবেল হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি টঙ্গী বাজারের ওই বাড়িতে ভাড়া থেকে চটপটির দোকান পরিচালনা করতেন।

টঙ্গী ফায়ার স্টেশনের অফিসার রিফাত মল্লিক জানান, ভোরে চটপটি রান্নার সময় সিলিন্ডার গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আগুনে রুবেলের হাতসহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রান্নাঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

রুবেলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রুবেলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তারিক হাসান।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এমআর