সুনামগঞ্জে চাঁদা তোলা নিয়ে সংষর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৫৭

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান নদীতে চাঁদা তোলা নিয়ে দুপক্ষে সংষর্ষে মো. মিজানুর রহমান নামে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নদীর সদরগড় খালে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত মিজানুর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

তারা হলেন- একই ইউনিয়নের সদরগড় গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মো. মালেক মিয়া, গুলজার আলীর ছেলে মো. ছাত্তার আলী এবং মাছিম আলীল ছেলে মো. আব্দুল হাই।

এলাকাবাসী জানায়, সকালে ধোপাজান নদীর সদরগড় খালে চাঁদা তোলা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। এতে মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের ওসি মো. শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করে।

সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকা-ের ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :