জামালপুরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার ইজারাদার প্রতিষ্ঠানের

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ১৬:৩০

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল আদায় সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছে  ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স মীর ট্রেডার্স।

বৃহস্পতিবার সকালে ব্রম্মপুত্র সেতুর জামালপুরের অংশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইজারাদার প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মীর দেলোয়ার হোসেন।

এসময় তিনি জানান, জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের ব্রহ্মপুত্র সেতুর দুই কিলোমিটার অংশে  সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে টোল আদায় করা হয়। টোলের নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হয় না। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে যেসব অভিযোগ উঠেছে- তা ভিত্তিহীন এবং একটি পক্ষের চক্রান্ত।

সংবাদ সম্মেলনে ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও  বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৫ এপ্রিল অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন ও সেতু অবরোধ করেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)