চাঁদপুরে জেলেদের মাঝে খাদ্য সহায়তা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ১৬:৪৮

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৯০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাস জেলেদের সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা হিসেবে বিজিএফের ৪০ কেজি করে চাল প্রদান করছে।

জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার নিবন্ধিত ৫১ হাজার ১৯০ জন জেলের মাঝে ইউনিয়নভিত্তিক এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার হানারচর ইউনিয়নে তৃতীয় পর্যায়ে দুই হাজার ৩৮৭ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর ছাত্তার রাঢ়ী, সরকারি প্রতিনিধি সুধীর চন্দ্র পর্বত, ইউপি সচিব আব্দুল কুদ্দুছ রোকনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :