মুক্তিযোদ্ধা হত্যায় বাবা-ছেলেসহ পাঁচজনের ফাঁসির আদেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ১৭:১৭

বগুড়ার গাবতলী উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিন মোল্লা হত্যা মামলায় বাবা-ছেলেসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরো চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জজ আদালতের বিজ্ঞ বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

ফাঁসির আসামিরা হলেন গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের ইসমাইল হোসেন, তার দুই ছেলে মামুন ও জুলফিকার আলী টুটুল, আবদুর রহিম এবং সিরাজুল ইসলাম। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও ধার্য করেন আদালত।

এ ছাড়া মামলার রায়ে দুই আসামি শাহজাহান ও শিপনের সাত বছর জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা, সোহাগের তিন বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং আরেক আসামি রওশন আলীর ১ বছর জেল ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানা গেছে, ২০০৬ সালের ১৭ জুন বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিন। ঘটনার পর তার স্ত্রী আনোয়ারা বেগম ১৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। প্রায় একযুগ বিচারকার্য চলার পর বৃহস্পতিবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :