সংবাদ সম্মেলনে জুতা ছোঁড়া হল বিজেপি মুখপাত্রকে

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৪৮ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:৪০

দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র তথা বিদায়ী সাংসদ জিভিএল নরসিমা রাও ৷ আচমকা তার দিকে ছুটে আসে কারও ছুড়ে মারা একটি জুতা। সেটি অবশ্য নরসিমা রাওয়ের গায়ে লাগেনি। তার সামনে মাইক্রোফোনের পাশ দিয়ে গিয়ে জুতাটি পড়ে এক পাশে।

ঘটনার আকস্মিকতায় মুহূর্তের নীরবতা শেষে শোরগোল পড়ে যায় গোটা বিজেপি অফিসে। পরে আটক করা হয় সন্দেহভাজন ব্যক্তিকে।

গোটা দেশের রাজ্যে রাজ্যে যখন ভোট উৎসব চলছে, তখন খোদ দিল্লিতেই বিজেপি নেতাকে এভাবে হেনস্থা করার ঘটনায় হইচই পড়ে গেছে।

ঘটনাটির জন্য ইতিমধ্যে কংগ্রেসকে দায়ী করেছেন নরসিমা রাও। আর তিনি যখন কংগ্রেসের সমালোচনা করে বক্তব্য দিচ্ছিলেন তখনই ছুটে আসে জুতা। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি কংগ্রেস অনুপ্রাণিত বলেই এমন ঘটনা ঘটিয়েছেন।

জানা গেছে, জুতো নিক্ষেপকারী হিসেবে যাকে অভিযুক্ত করা হচ্ছে, শক্তি ভার্গভ নামের সেই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তার কাছ থেকে কানপুরের একটি হাসপাতালের ভিজিটিং কার্ড পাওয়া গেছে। মূলত মালেগাঁও বিস্ফোরণে নাম জড়ানো সাধ্বী প্রজ্ঞাকে বিজেপি প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে তিনি এমনটা করেছেন বলে জানা গেছে।

বিজেপির জাতীয় মুখপাত্র জিভিএল নরসিমা রাও সংবাদ সম্মেলনে দেশে হিন্দুদের বদনাম করার জন্য কংগ্রেসকে দায়ী করছিলেন, আর ঠিক সেই সময়ই জুতা ছুড়ে মারেন শক্তি ভার্গভ। জানা গেছে, ফেসবুকে ক্ষমতাসীন সরকারের সমালোচনায় মুখর এই শক্তি ভার্গভ। আটক হওয়ার পর থানায় এখনও পুলিশি জেরার মুখে আছেন তিনি।

ভারতের লোকসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। এবারের ছয় ধাপের নির্বাচনে ভোট নেওয়া শুরু হয় গত ১১ এপ্রিল।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :