সংবাদ সম্মেলনে জুতা ছোঁড়া হল বিজেপি মুখপাত্রকে

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৪৮ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:৪০

দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র তথা বিদায়ী সাংসদ জিভিএল নরসিমা রাও ৷ আচমকা তার দিকে ছুটে আসে কারও ছুড়ে মারা একটি জুতা। সেটি অবশ্য নরসিমা রাওয়ের গায়ে লাগেনি। তার সামনে মাইক্রোফোনের পাশ দিয়ে গিয়ে জুতাটি পড়ে এক পাশে।

ঘটনার আকস্মিকতায় মুহূর্তের নীরবতা শেষে শোরগোল পড়ে যায় গোটা বিজেপি অফিসে। পরে আটক করা হয় সন্দেহভাজন ব্যক্তিকে।

গোটা দেশের রাজ্যে রাজ্যে যখন ভোট উৎসব চলছে, তখন খোদ দিল্লিতেই বিজেপি নেতাকে এভাবে হেনস্থা করার ঘটনায় হইচই পড়ে গেছে।

ঘটনাটির জন্য ইতিমধ্যে কংগ্রেসকে দায়ী করেছেন নরসিমা রাও। আর তিনি যখন কংগ্রেসের সমালোচনা করে বক্তব্য দিচ্ছিলেন তখনই ছুটে আসে জুতা। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি কংগ্রেস অনুপ্রাণিত বলেই এমন ঘটনা ঘটিয়েছেন।

জানা গেছে, জুতো নিক্ষেপকারী হিসেবে যাকে অভিযুক্ত করা হচ্ছে, শক্তি ভার্গভ নামের সেই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তার কাছ থেকে কানপুরের একটি হাসপাতালের ভিজিটিং কার্ড পাওয়া গেছে। মূলত মালেগাঁও বিস্ফোরণে নাম জড়ানো সাধ্বী প্রজ্ঞাকে বিজেপি প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে তিনি এমনটা করেছেন বলে জানা গেছে।

বিজেপির জাতীয় মুখপাত্র জিভিএল নরসিমা রাও সংবাদ সম্মেলনে দেশে হিন্দুদের বদনাম করার জন্য কংগ্রেসকে দায়ী করছিলেন, আর ঠিক সেই সময়ই জুতা ছুড়ে মারেন শক্তি ভার্গভ। জানা গেছে, ফেসবুকে ক্ষমতাসীন সরকারের সমালোচনায় মুখর এই শক্তি ভার্গভ। আটক হওয়ার পর থানায় এখনও পুলিশি জেরার মুখে আছেন তিনি।

ভারতের লোকসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। এবারের ছয় ধাপের নির্বাচনে ভোট নেওয়া শুরু হয় গত ১১ এপ্রিল।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :