হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪২

ব্যুরো প্রধান, রাজশাহী

নিজ হেফাজতে হেরোইন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর আদালত। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাকিম আনুপ কুমার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন আলী। তিনি জেলার গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৭ সালের ২১ জুলাই গোদাগাড়ী উপজেলার হাটপাড়া এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)