ডেনমার্ক আ.লীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ২১:০৬

ডেনমার্কের কোপেনহেগেনের স্থানীয় একটি রেস্টরেন্টে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

বক্তারা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে এবং স্বাধীনতার স্বপক্ষে বিশ্ব জনমতকে সংগঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘প্রবাস থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে মুজিবনগর দিবসের মতো দেশের সকল সঠিক ইতিহাস সকলের সামনে তুলে ধরতে হবে।’

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-সাধারণ সস্পাদক নাঈম উদ্দীনের সঞ্চালনায় বক্তৃতা করেন-উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, হাসনাত রুবেল, সহসভাপতি মোহাম্মাদ ইসমাইল, যুগ্মসাধারণ সম্পাদক বেলাল রুমী, সংগঠনিক সম্পাদক সরদার রহমান,শামীম খালাসী।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :