ইতা‌লি ক‌মিউ‌নি‌টি অ্যাওয়ার্ড পেল ‘অঙ্কুর’

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ২১:০৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

প্রবাসে নতুন প্রজন্মকে গৌরবময় বাংলার ইতিহাস ও সংস্কৃতি জানাতে ‘একুশ আমার চেতনা’ স্লোগানে অঙ্কুর দীর্ঘ ১০ বছর যাবত নিরলসভাবে কাজ ক‌রায় এবং বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় বাংলা কাগজ আয়ো‌জিত ‘ইতা‌লি ক‌মিউ‌নি‌টি অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে ‘অঙ্কুর’কে সম্মাননাস্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

ইতা‌লির ভে‌নিসে জমকালো ও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপ‌স্থিত বিলেতের সবচেয়ে প্রবীন ব্য‌ক্তি অঙ্কুর প্রধান ম‌নিরুজ্জামান ম‌নিরের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

এসময় অঙ্কুরের লাবন্য চৌধুরী, ফেরদৌসী আক্তার প‌লি, পলাশ রহমান,  জা‌কির হোসেন সুমন, শা‌হিন খ‌লিল কাওসার ও মিনহাজ হোসেন উপ‌স্থিত ছিলেন।

এসময় অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লাব ও অঙ্কুর প্রধান ম‌নিরুজ্জামান ম‌নির বাংলা কাগজের প্র‌তি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অঙ্কুরকে এই অ্যাওয়ার্ড প্রদানের মধ্যদি‌য়ে সংগঠন‌টির কার্যক্রম ও দা‌য়িত্ব‌বোধ আরও বা‌ড়িয়ে দিয়েছে। অন্য‌দিকে বাংলাদেশি ক‌মিউ‌নি‌টিকে আরেক‌টি ধাপ এগিয়ে নিয়ে‌ গেছে।

প্রসঙ্গত, ‘অঙ্কুর’ ইতা‌লিসহ বাংলাদেশে বি‌ভিন্ন সামা‌জিক কর্মকাণ্ড করে ইতোমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)