ঈদে টিএসসিসহ ছয় জায়গা থেকে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৪৬ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৪২
ফাইল ছবি

আসন্ন ঈদে কমলাপুরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, গাজীপুরের জয়দেবপুরসহ ছয়টি জায়গা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পঞ্চম অংশীজন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

অগ্রিম টিকেট বিক্রির অন্য জায়গাগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়া, মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার ও বিমানবন্দর স্টেশন।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৮ এপ্রিল চালু হচ্ছে রেলওয়ের টিকিট কেনাসহ সব সেবাসংবলিত একটি অ্যাপস। ওই অ্যাপসের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।’

রেলমন্ত্রী জানান, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রুটে আরেকটি বিরতিহীন ট্রেন চালু করা হবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে হুইলচেয়ারের জন্য কাউকে টাকা দিতে হবে না। রেল কর্তৃপক্ষ যাত্রীসেবা হিসেবে কুলিদের অর্থ নিশ্চিত করবে।

২৫ এপ্রিল বনলতা এক্সপ্রেস উদ্বোধন

মন্ত্রী বলেন, ‘আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে রাজশাহী রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। ওই দিন যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/ডিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :