চাঁদপুরে সাড়ে তিন হাজার আর্সেনিকমুক্ত নলকূপ বসছে

শরীফুল ইসলাম, চাঁদপুর
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ০৮:০৮

চাঁদপুরে সাড়ে তিন হাজার আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহামুদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের ঘোষণা অনুযায়ী আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীন চাঁদপুরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জেলার মতলব দক্ষিণ ছাড়া অন্য সাত উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে চলতি অর্থবছর থেকে নতুনভাবে নলকূপ বসানো হবে, যা আগামী ২০২০-২১ অর্থবছর পর্যন্ত চলবে।

চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহামুদুল কবির বলেন, চাঁদপুরের সাত উপজেলার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী ৭ হাজার টাকার নির্ধারিত সরকারি ট্রেজারি চালান জমা দিয়েছেন যারা, তাদের বাড়িতে গ্রামীণ মানুষের নিরাপদ পানি সরবরাহে আর্সেনিকমুক্ত নলকূপ বসানো হবে।

বর্তমানে সবার জন্য নিরাপদ পানি সরবরাহের জন্য সরকার তিন বছর মেয়াদি এ প্রকল্প গ্রহণ করেছে। চাঁদপুরে নলকূপ বসানো হলে নিরাপদ পানির সমস্যা আর দেখা দেবে না বলে জানান নির্বাহী প্রকোশলী।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :