ছাতক পৌরসভার ভবনে মিলল ৫ সাপ

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৫০

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস

সুনামগঞ্জের ছাতক পৌরভবনের ভেতর থেকে পাঁচটি সাপ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন প্রজাতির এসব সাপ ধরেছে বিলাল মিয়া নামে এক সাপুড়ে। গত বৃহস্পতিবার বিকালে এসব সাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে একটি ভিমরাজ, দুটি দাঁড়াইশ ও দু্টি আলদ।

ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পৌরভবনের ভেতরে সাপ আতঙ্ক বিরাজ করছি। আতঙ্কের অবসান করতেই অভিজ্ঞ সাপুড়ে বিলাল মিয়াকে ডেকে আনা হয়। সহযোগী ইয়াকুব হোসেন ও আবুল হাসনাতকে নিয়ে বিলাল প্রায় এক ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর পৌরভবন থেকে সাপগুলো ধরেন।

এ সময় অধ্যাপক হরিদাস রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মোহাম্মদ সামছুদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ কুমারদেসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এমআর