অলোকের সঙ্গে অভিনয়ের ব্যাখ্যা দিলেন অজয়

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৪

একাধিক ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে মুখ লুকিয়ে বেড়াচ্ছেন বলিউডের প্রবীণ অভিনেতা অলোক নাথ। ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে অনেক তারকাই যৌন হেনস্তাকারীদের সঙ্গে কাজ করবেন না জানিয়ে দিয়েছেন। কিন্তু অজয় দেবগণ তার ‘দে দে পেয়ার দে’ ছবিতে অলোক নাথের সঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সে ছবির ট্রেলার।

এই ট্রেলার দেখে ক্ষেপে যান বলিউডে প্রথম যৌন হেনস্তা নিয়ে কথা বলা অভিনেত্রী তনুশ্রী দত্ত। গত বছর তিনিই প্রথম অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। ‘দে দে পেয়ার দে’র ট্রেলারে অজয়ের সঙ্গে অলোক নাথকে দেখে তিনি বলেন, ‘এর থেকেই বোঝা যায় বলিউডে কত মিথ্যাবাদী ও মেরুদণ্ডহীন হিপোক্রিট আছে।’

তনুশ্রী যে অজয়কে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তা এক রকম স্পষ্ট। ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রীর অভিযোগ, অজয় এবং ছবির নির্মাতারা চাইলে অলোক নাথকে বাদ দিয়ে তার জায়গায় অন্য কাউকে দিয়ে ছবির দৃশ্যগুলো রিশ্যুট করাতে পারতেন।

তনুশ্রীর এই অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে অজয় ব্যাখ্যা দিলেন, কেন তিনি অলোক নাথের সঙ্গে অভিনয় করেছেন। তার দাবি, ‘দে দে পেয়ার দে’ ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বরে ছবির শুটিং শেষ হয়ে যায়। অলোক নাথের সঙ্গে করা দৃশ্যগুলো শ্যুট হয় আগস্টে। সেই দৃশ্যগুলো প্রায় ৪০ দিন ধরে নানা সেটে করা হয়। সঙ্গে ছিলেন আরও ১০ জন অভিনেতা।’

নায়ক বলেন, ‘অক্টোবরে যখন অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, তখন তার ক্যাটাগরির সব অভিনেতা অন্য ছবির কাজ শুরু করে দিয়েছেন। তাই নতুন করে সময় বের করা এবং সব অভিনেতাকে আবার জড়ো করে রিশ্যুট করানো একেবারেই অসম্ভব ছিল এবং তা অত্যন্ত খরচসাপেক্ষও। তাই রিশ্যুটের সিদ্ধান্ত কখনোই আমি একা নিতে পারি না।’

অজয়ের দাবি, ‘ইন্ডাস্ট্রিতে যখন #MeToo আন্দোলন শুরু হয়েছিল, তখন আমি আমার বহু সহকর্মীর সঙ্গে একজোট হয়ে জানিয়েছিলাম, কর্মক্ষেত্রে সব নারীকে শ্রদ্ধা করি এবং তাদের প্রতি কোনো অন্যায় হলে সেটা কোনো ভাবেই মেনে নেব না। আমার সেই কথার কিন্তু এখনও বদল হয়নি। আমি অন্যায়কারীদের বিপক্ষেই আছি।’

২০১৮ সালের ৮ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন লেখিকা ও প্রযোজক বিনতা নন্দা। ১৭ অক্টোবর অলোকের বিরুদ্ধে তিনি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় মামলাও করেন। বিনতার পর সন্ধ্যা মৃদুল ও দীপিকা আমিনসহ কয়েকজন অভিনেত্রী অভিযোগ করেন, তারাও অলোকের লালসার শিকার।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :