সাভারে ট্রাফিক সার্জেন্টকে মারধরে আটক ২

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ১৫:১৪

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের আশুলিয়ায় দায়িত্ব পালনকালে রোকনুজ্জামান নামে এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে দ্ইুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাসিন্ধা আব্দুল মোতালেব হোসেনের ছেলে মনির হোসেন ও তার ভাই রফিক।

পুলিশ জানায়, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় একটি প্রাইভেটকার যাওয়ার সময় ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জামান সেটির গতিরোধ করেন। তিনি গাড়ির কাগজপত্র দেখতে চান ও চালকের সিটবেল্ট বাঁধা না থাকার কারণে মামলার প্রস্তুতি নেন। এ সময় প্রাইভেটকারে থাকা মনির ও রফিক সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে তারা সার্জেন্টকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই দুইজনকে আটক করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ বলেন, ‘আটক দুইজনের বিরুদ্ধে সার্জেন্ট রোকনুজ্জমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দেয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগ করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএইচ