কুসিকে রিটার্নিং ওয়াল নির্মাণের দুই মাসে ধস

মাসুদ আলম, কুমিল্লা
| আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:২৫ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:২০

নির্মাণের দুই মাসের মধ্যেই ধসে পড়েছে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিটার্নিং ওয়াল। নগরীর নোয়াগাঁও চৌমুহনী থেকে বেলতলী সড়কের নোয়াগাঁও রেলগেটের পূর্ব অংশে প্রায় ২০০ মিটার রিটার্নিং ওয়াল খালে ধসে পড়ে বৃহস্পতিবার বিকেলে।

কুসিক সূত্র জানায়, নগরীর নবাববাড়ি চৌমুহনী থকে নোয়াগাঁও হয়ে বেলতলী ব্রিজ পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ এই রিটার্নিং ওয়ালের নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিএইচএল এবং হক এন্টারপ্রাইজ যৌথভাবে নির্মাণকাজটি করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইরে থেকে দৃষ্টিনন্দন হলেও নির্মাণকাজ করা হয়েছে যাচ্ছেতাইভাবে। নোয়াগাঁও থেকে বেলতলী পর্যন্ত বিভিন্ন জায়গায় রিটার্রিং ওয়াল কোথাও কোথাও বাঁকা ও কোথাও ফাটল দৃশ্যমান।

ধসে পড়ার সত্যতা নিশ্চিত করে কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘বৃহস্পতিবার কুসিকের প্রকৌশলীরা ওই স্থান পরিদর্শন করেছেন। সঙ্গে বিশ্বব্যাংকের কর্মকর্তারাও ছিলেন। প্রাথমিকভাবে রেললাইন নির্মাণের ভারি যানবাহনের কারণে ঘটানটি ঘটেছে বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :