বরিশালে নিজ ঘরে দলিল লেখকের গলাকাটা লাশ

ব্যুরো প্রধান, বরিশাল
| আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৮:০৭ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৫৭

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে নিজ ঘর থেকে রেজাউল করিম রিয়াজ (৪০) নামে এক দলিল লেখকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের বুখাইনগর এলাকার ছত্তার হাওলাদারের ছেলে।

খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী লিজা, শ্যালক ও এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ‘রাতে স্ত্রী লিজাকে সঙ্গে নিয়ে ঘুমাতে যান দলিল লেখক রেজাউল করিম রিয়াজ। শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে ওই ঘর থেকেই তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।’

দুর্বৃত্তরা কিভাবে ঘরে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘরের এক প্রন্তে ছোট একটি সিঁদ কাটা রয়েছে। তবে তা দিয়ে কোনো মানুষের ভেতরে প্রবেশ করা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন স্বজন ও স্থানীয়রা।

নিহতের ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক বলেন, ‘রেজাউল করিম রিয়াজ ও তার স্ত্রী এক ঘরের মধ্যে থাকলেও তারা ভিন্নভিন্ন চকিতে ঘুমানো ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে পালিয়ে যায়। এসময় তার গোঙানির শব্দ পেয়ে স্ত্রী ছুটে আসেন। তবে তখন ঘরের ভেতরে কাউকে দেখতে পাননি বলে নিহতের স্ত্রী দাবি করেছেন।’

এসআই সাইদুল বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকা- বলে মনে হচ্ছে। তবে এখনো এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জিঞ্জাসাবাদের জন্য নিহতের স্ত্রী লিজা, শ্যালক ও প্রতিবেশী একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

ঢাকাটাইমস/১৯এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :