দুই হাজার জনবল নেবে পল্লী বিদ্যুৎ

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ১৮:১৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৮:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লাইন-ক্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে দুই হাজার (পুরুষ) নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের আগামী ২৩ এপ্রিল নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের প্রধান্য দেয়া হবে।

শরীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হবে হবে।

বেতন: ২৫ হাজার টাকা।

বয়স: ০১/০৪/২০১৯ তারিখে ১৮ থেকে ২২ বছর এর মধ্যে হতে হেবে। তবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের লাইন-ক্রু হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ২৫ বছর পর‌্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:  প্রার্থীরা www.reb.gov.bd এর মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি, নিজ জেলা।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০১৯ সকাল ৯টা নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

ঢাকাটাইমস/১৯এপ্রিল/আরএস/ইএস