‘সরকার বাড়ি বাড়ি বিদ্যুৎ-সার পৌঁছে দিচ্ছে’

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:০৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আজ থেকে ১০ বছর আগে চলনবিলের কৃষককে এক বস্তা সার, বীজ ও বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয়েছে। এমন কি নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার বাড়ি বাড়ি বিদ্যুৎ, সার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। সিংড়ায় শতভাগ মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে পেরেছি। চলনবিলে নতুন খাল খননের ফলে সেচ সহায়তা পাচ্ছে কৃষক। এছাড়াও প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।’

শুক্রবার সিংড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কোর্ট মাঠ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে ন্যাপ-২ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :