চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে চসিক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ১৯:২০ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১৯:২৩

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

চট্টগ্রামে ময়লার ট্রাকের সংঘর্ষ থেকে বাঁচতে ট্রাক থেকে লাফ দিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আমিন জুট মিলস উত্তর গেটে নাজিরহাট রেল লাইনে এ দুর্ঘটনা  ঘটে।

নিহত সেবকের নাম আজিজ।  তার বাড়ি হবিগঞ্জ বলে জানা গেছে।

রেলওয়ে থানার (জিআরপি) ওসি মোস্তাফিজুর রহমান ভূইঁয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ষোলশহর স্টেশন ক্যাম্পের সাব ইন্সপেক্টর জাকির ঘটনাস্থলে গেছেন।’

এ ব্যাপারে জাকিরকে ফোন করা হলে তিনি জানান, আমি এখন ঘটনাস্থলে রওনা হয়েছি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সন্ধ্যা ৭টার দিকে চসিকের একটি ময়লার ট্রাক আমিন জুট মিলের উত্তর গেইটে রেল লাইনের পাশে ময়লার স্তূপে ময়লা ফেলার জন্য যাওয়ার সময় একটি ট্রেন এসে পড়ে।  ট্রাক ট্রেনের সংঘর্ষ থেকে বাঁচতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে সেবক অজিজ। তখনই তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে ট্রাকটি দ্রুত রেল লাইন থেকে সরে যাওয়ায় মারাত্মক বড় সংঘর্ষ থেকে রক্ষা পায়।’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)