‘সন্ধ্যা নদীর ভাঙনরোধে ব্যবস্থা নেয়া হবে’

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ২১:০১

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের সন্ধ্যা নদীর ভাঙনরোধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)জাহিদ ফারুক। শুক্রবার দুপুরে  ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সরকারি স্বরূপকাঠি কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপজেলার ইন্দুরহাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরবর্তী কৌরিখাড়া, নান্দুহার, দক্ষিণ সোহাগদল ও নদীর শর্ষিনা এলাকা পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নদী ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখছি। ভাঙনকবলিত এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারাবাহিকতায় নেছারাবাদ উপজেলার সন্ধ্যার ভাঙনরোধে পরিদর্শনে আসা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)