আশুলিয়ায় ট্রাক-কাভার্ডভ্যান খাদে পড়ে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, সাভার
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ২১:১৯

সাভারের আশুলিয়া-মিরপুর বেড়িবাঁধ এলাকায় মুখোমুখি সংঘর্ষে খাদে পড়েছে শাহ সিমেন্টের একটি রেডিমিক্স ট্রাক ও একটি কাভার্ডভ্যান। এতে উভয় যানের চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে আশুলিয়া-মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলগঞ্জ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ফারুক মিয়া (২৯) ও অপরজন ঢাকা জেলার সাভার সদর উপজেলার মনির হোসেন (৩৫)।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, বিকালে আশুলিয়া-মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি এলাকায় আশুলিয়াগামী শাহ সিমেন্টের একটি রেডিমিক্স ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই সড়কের পাশে প্রায় ৩০ ফুট খাদে পড়ে যায়। এ সময় উভয় যানের চালক ও সহযোগীসহ চার জন আহত হয়। পরে উত্তরা ও মিরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে ফারুক ও মনির নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :