শুটিংয়ে মুখ পুড়ল ভূমির

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৯, ১২:২৪

বলিউডে এরই মধ্যে অভিনয় দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। সম্প্রতি নতুন ছবির ‘ষাণ্ড কি আঁখ’ শুটিং চলাকালীন প্রস্থেটিক্সের কারণে তার মুখের চামড়া গুরুতরভাবে পুড়ে গিয়েছে। মুখের পোড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর আবারও সরিয়ে নেন ভূমি।

অভিনেতা অভিনেত্রীদের মুখের ত্বক ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রয়োজনে সেটিও ছাড় দিতে প্রস্তুত ভূমি। মুখের পোড়া অবস্থায় নিয়েই শুটিং চালিয়ে যান তিনি। চিকিৎসকেরা তার মুখের চিকিৎসার জন্য প্রাকৃতিক সমাধানেই আস্থা রাখতে বলেছেন।

চলচ্চিত্রের একজন সদস্য বলেন, ‘ভূমি চন্দ্র তোমারের চরিত্রে অভিনয় করছেন। চন্দ্র এবং তার বোন প্রকাশী (তাপসী পান্নু) পৃথিবীর সবচেয়ে বয়স্ক মহিলা শার্পশ্যুটার। ভূমিকে প্রতিদিন তার চরিত্রের জন্য ৩ ঘন্টা মেকআপ করতে হয় এবং উত্তর প্রদেশের তীব্র রোদে ৮ ঘণ্টারও বেশি শুটিং করতে হয়। তাপ ও ​​ধুলোর মাঝে শুটিং করতে গিয়ে ভূমি এর চামড়া জ্বলে যায়। যদিও এর মাঝেও ভূমি শুটিং চালিয়ে গেছেন।’

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘এই চলচ্চিত্রের মেকআপ খুবই চ্যালেঞ্জিং, লেটেক্স এবং আঠার মতো রাসায়নিকের মিশ্রণ অভিনেতাদের চেহারায় প্রতিদিন ব্যবহার করা হয় কারণ পর্দায় তাদের ৮০ বছরের দুই বুড়ির মতোই দেখা যাবে।’

ভূমি জানান, ‘একমাত্র জিনিস যা আমি করতে পারি আমার চামড়া এবং মুখ ঠান্ডা করার জন্য, তা হল অ্যালোভেরা ব্যবহার। আমি এটার জন্য কোন ধরনের মেডিকেটেড স্কিন কেয়ার পণ্য ব্যবহার করতেও পারব না। একজন শিল্পী হিসেবে, এই চলচ্চিত্রটির সৃজনশীলতা নিয়ে আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং আমি আমার ত্বক পুড়ে যাওয়ার ঘটনায় গর্বিত আমি, কারণ এই সিনেমায় আমি আমার শতভাগ দিয়েই কাজ করছি।’

দম লাগাকে হাইসা সিনেমার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে ভূমির। ওই ছবিতে অভিনয়ের জন্য অনেক ওজন বাড়িয়ে মোটা নারী হতে হয়েছিলো ভূমিকে। অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনীত সেই ছবি মুক্তি পাওয়ার পর বেশ কয়েকটি পুরস্কার জেতেন ভূমি।

ঢাকা টাইমস/২০এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :