ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আ.লীগের, বিএনপির নয়: খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৯, ১৬:৩৮

বিএনপি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগকেই ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর কোনো বিষয় নেই। আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে সেটাই হলো বিষয়। তারা জনগণের অধিকার হরণ করেছে। কীভাবে তা ফিরিয়ে দেবে তাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি দলের কারাবন্দি চেয়ারপারসনের মুক্তির বিষয় নিয়েও কথা বলেন। বলেন, ‘খালেদা জিয়ার কারাবরণের বিষয়টি রাজনীতিক। এখানে আইনি কোনো বিষয় নেই। দেশ ও দেশের বাইরে এটি এখন পরিষ্কার। আমি খালেদা জিয়ার কথা বলছি না, কোনো জনপ্রিয় দলের চেয়ারপারসনের কথা বলছি না। বলছি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার, মানবিক অধিকারের কথা। অধিকারের বিবেচনায় উনার জামিন হওয়ার কথা। তিনি যেখানে সাধারণভাবে জামিন পাওয়ার যোগ্য, সেখানে প্যারোলের প্রশ্ন কেন আসছে, সেটা আমার বোধগম্য নয়।’

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির গুঞ্জন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে প্যারোলে পাঠানোর জন্য কোনো দাবি জানানো হয়েছে? তাহলে কেন সরকারের মন্ত্রীরা বলছেন, উনাকে প্যারোলে পাঠালে বিবেচনা করা যেতে পারে। যেটা জামিনযোগ্য বিষয় হয়ে গেছে এবং যে জামিন পাওয়ার কথা আরও অনেক আগেই। উনি জামিন পাওয়ার পরে উনার চিকিৎসা উনি কোথায় করাবেন সেটা তার সিদ্ধান্ত। চিকিৎসা দেশে হবে, না বিদেশে হবে সেটা উনারই বিবেচনা।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘যে নির্বাচনটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, যে নির্বাচন বিশ্বের সব গণতান্ত্রিক দল থেকে প্রত্যাখ্যাত হয়েছে, যেখানে নির্বাচন হয়নি, সেখানে বিএনপির নির্বাচিত ছয় জন কীভাবে সংসদে যাবে?’

প্রতিবাদ সভায় আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বগুড়া থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :