যশোরে স্বাস্থসেবা সপ্তাহের সমাপনী
বিনা চিকিৎসায় মানুষের মৃৃত্যুর দিন শেষ
প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ১৭:৩২

যশোরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের স্থানীয় পর্যায়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে।
শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাপনীতে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য তিনি চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াচ্ছেন। বিনা চিকিৎসায় মানুষের মৃৃত্যুর দিন শেষ। চিকিৎসাসেবা না করে নিরীহ মানুষের মারার অধিকার কারোর নেই।’
দেশের অনেক চিকিৎসক রোগীর পেট কাটায় ব্যস্ত হয়ে পড়েন উল্লেখ করে ডা. দিলীপ কুমার রায় বলেন, এ কারণে তারা রোগী ও স্বজনদের সঙ্গে সন্তোষজনক আচরণ করার সময় পান না। অথচ পাশের দেশ ভারতে চিকিৎসকদের আচারণ সম্পূর্ণ ভিন্ন। তাই আজ চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ ভারতমুখী হচ্ছেন।’
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যো উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের ডা. আব্দুর রহিম মোড়ল, মানসিক রোগ বিভাগের ডা. আমিনুর রহমান, আরএমও ডা. আরিফুজ্জামান, শিশুবিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মধুসূদন পাল, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. নাজমুল হোসেন, গাইনী বিশেষজ্ঞ ডা. ইলা মন্ডল, ডা. রিনা ঘোষ, ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের সেবিকা, কর্মচারীরা।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/মোআ)