কিশোরগঞ্জে সৈয়দ আশরাফ অডিটরিয়ামের ফলক উন্মোচন

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ১৯:২৮

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ কর্ণার, সৈয়দ আশরাফুল ইসলাম অডিটরিয়াম ভবন, ফ্রন্ট ডেক্স ও সেবাগ্রহিতা ছাউনির ফলক উন্মোচন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার বিকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ফলক উন্মোচন করেন তিনি। পরে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভায় মিলিত হন।  

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহদী হাসান।
বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম, নব-নির্বাচিত চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক প্রমুখ।

এসময় সদর উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের বিভিন্ন সমস্যা ও সম্ভানার কথা শুনেন এবং সকলকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন প্রধান অতিথি।

এর আগে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈয়দা জাকিয়া নূর লিপিকে ফুলেল সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)