মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি এমদাদ, সম্পাদক জসিম

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ২১:০৪

জাহিদুল আলম মাসুদ, স্পেন

স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা স্থানীয় বাংলা টাউন রেস্টুরেন্টে হয়েছে। বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে বৃহত্তর ফরিদপুরবাসীর প্রাণের সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।

এতে সভার সভাপতি আব্দুল কাদের ঢালী আনুষ্ঠানিকভাবে এমদাদ হাওলাদার নাম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী ও সহ-সভাপতি নুরুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জসিম উদ্দিনের নাম ঘোষণা করেন।

স্বতঃস্ফূর্ত ভাবে হাততুলে সকলে সমর্থন এবং অভিন্দন জানান।

জসিম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- বিদ্যুৎ কাজী, কাশেম মিয়া, পলাশ, সেলিম খান, লোকমান হুসেন, জুয়েল, সুলতান প্রমুখ।

সভায় বক্তারা মাদ্রিদে ফরিদপুরবাসীকে সুসংগঠিত দীর্ঘদিনের প্রত্যাশিত একটি নতুন নেতৃত্ব কমিউনিটি তথা প্রবাসে নিজেদের নানাবিধ সমস্যা সমাধানে সহায়ক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে এমদাদ হাওলাদার বলেন, ‘মাদ্রিদে ফরিদপুরবাসীর কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে। এখনো যারা সংগঠনের বাইরে আছেন, তাদের সবাইকে এই সমিতির সাথে একযোগে কাজ করার আহ্বান জানান।’

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)