ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক আটক

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ২২:৫৬ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ২৩:০১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মোহাম্মদ ফরিদ নামে হানিফ পরিবহনের একজন চালককে আটক করেছে র‌্যাব। এসময় ইয়াবা বহনের দায়ে বাসটি জব্দ করা হয়।

শনিবার সকালে টেকনাফের বরইতলী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফরিদকে আটক করা হয়।

আটক ফরিদ সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘টেকনাফ থেকে হানিফ পরিবহন বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল টেকনাফের বরইতলী এলাকায় বাসটিতে (চট্ট মেট্টো-ব-১১-০৮৩৩) তল্লাশি চালায়। এসময় সন্দেহজনক মোহাম্মদ ফরিদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, বাসের গোপন জায়গা থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করা হয়।

আটক চালকের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)