চার বছর নিষিদ্ধ সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ১০:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তিন-তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন কেনিয়ার অ্যাসবেল কিপ্রোপের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডোপিং এর দায়ে তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে।

সূত্রের খবর, সাবেক এই অলিম্পিক চ্যাম্পিয়নের মূত্র পরীক্ষায় ব্লাড-বুস্টিং ড্রাগ নিষিদ্ধ ইপিও-র উপস্থিতি মিলেছে। কেনিয়ার এই অ্যাথলেট অভিযোগ করেছিলেন, তাঁর মূত্রের নুমনা বিকৃত করেছেন ডোপিং কন্ট্রোলের কর্মকর্তরা। কিন্তু, সেই দাবি ধোপে টেকেনি। ফলে, শাস্তির মুখে পড়তে হলো সাবেক চ্যাম্পিয়নকে।

২০০৮ অলিম্পিকে ১৫০০ মিটারে চ্যাম্পিয়ন অ্যাসবেল ২০১৭-র নভেম্বরে দেশের মাটিতে ডোপিং পরীক্ষায় ব্যর্থ হন। তাঁর মূত্রের ‘বি’ নমুনাতেও ইপিও পজিটিভ ধরা পড়ে।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এসইউএল)