শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনায় সিরিজ বোমা হামলা, নিহত ৪৯

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ১১:২২ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১২:০২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনারত খ্রিষ্টানদের দুটি গির্জা এবং দুটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪৯ জন উল্লেখ করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ।

রবিবার সকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরইমধ্যে তিন শতাধিক লোককে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। পুলিশ বলছে, রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জা, কাটুয়াপিটিয়ায় আরেকটি গির্জা ও কাটানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এছাড়া কলম্বোতে সাংগ্রি-লা হোটেল ও কিংসবারি হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঠিক কি কারণে এ বিস্ফোরণগুলো ঘটেছে এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ঢাকা টাইমস/২১এপ্রিল/একে