শ্রীলঙ্কায় প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় নিন্দা বিশ্বনেতাদের

ঢাকাটাইমস ডেস্ক,
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় তিন গির্জা ও চার হোটেলে বোমা হামলা ও কয়েক শত হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ সকালে ওই ধারাবাহিক বোমা হামলায় অন্তত ১৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক। এসব ঘটনার পর থেকে দুজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, ‘শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে (দক্ষিণ এশিয়া) এমন বর্বরতার কোনো জায়গা নেই। ভারত শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের টুইটে বলেন, ‘শ্রীলঙ্কার প্রতি পূর্ণ সহমর্মিতা জানাচ্ছি আমরা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে টুইট বার্তায় বলেন, ‘শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে এই সন্ত্রাসী হামলা উদ্বেগজনক। নিষ্ঠুর এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিশ্চিত করতে হবে, কাউকে যেন ভয় নিয়ে নিজের ধর্ম পালন করতে না হয়।’

সব ধরনের সন্ত্রাসের প্রতি নিউজিল্যান্ড নিন্দা জানাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘নিউজিল্যান্ডে গত ১৫ মার্চের হামলার পর আমাদের সবার ঐক্য আরও বেড়েছে। শ্রীলঙ্কায় গির্জায় অবস্থানরত মানুষদের ওপর হামলা হতে দেখাটা আমাদের জন্য বেদনাদায়ক। নিউজিল্যান্ড সব ধরনের উগ্রবাদকে পরিত্যাগ করছে। আমরা সবাইকে নিরাপদে প্রার্থনা করার স্বাধীনতা দিতে বদ্ধপরিকর। এমন সহিংসতার বিপক্ষে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট টুইটে বলেন, ‘ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে রক্তাক্ত হামলার ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

শ্রীলঙ্কার সাধারণ মানুষদের প্রতি তার দেশের সহমর্মিতা ও সমর্থনের কথা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে বলেন, ‘নিদারুণ এই সময়ে আমাদের পক্ষে যা যা সহায়তা দেওয়া সম্ভব, আমরা সবটুকু দিতে প্রস্তুত।’

(ঢাকাটাইমস/২১এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :