বাউলমেলা সাহিত্যিক গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ১৮:০৩ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ২১:৪৪

মাহাফুজুল হক চৌধুরী, সাইপ্রাস

সম্প্রতি বাউলমেলা সাহিত্যিক গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ইংল্যান্ড থেকে সর্বপ্রথম বাউল মেলার উপ-চিফ এডমিন নিতু খান ও উপদেষ্টা রাজু খানসহ তাদের পরিবার পরিজন নিয়ে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

তারপর আমেরিকা প্রবাসী বাউলমেলার উপ-চিফ এডমিন আজিজুল হক বাউল মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এছাড়াও বাউলমেলার সদস্যরাও বিভিন্ন গল্প, কবিতা আবৃত্তি, গান দিয়ে বাউলমেলার জন্মদিন পালন করেন।

উল্লেখ্য, তিন বছর আগে প্যারিস প্রবাসী কবি রিয়াজ আহমেদ জুয়েলের হাত ধরেই বাউলমেলার অগ্রযাত্রা শুরু হয়। শুরুতেই ৬ জনের এডমিন প্যানেল গঠন করা হয়। বাউলমেলা প্রতিষ্ঠার সময় এডমিন প্যানেলে যারা ছিলেন তারা হলেন- রিয়াজ আহমেদ জুয়েল (প্রতিষ্ঠাতা চিফ এডমিন), ইয়াছিন মামুন, রনি মোহাম্মদ, জাহিদ হোসাইন নাসির, আফসানা আহমেদ সূচী ও আনিসা হোসাইন।

এডমিনদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টায় বাউলমেলা সাহিত্যিক

গ্রুপ এক বড় ফ্ল্যাটফর্মে রূপ নেয়।

বর্তমানে বাউলমেলার দায়িত্বে যারা রয়েছেন, তাদের মধ্যে উপদেষ্টামণ্ডলীরা হলেন- রাজু খান, ইয়াসমিন খানম ও বুলা দাস।

এডমিন প্যানেলে রয়েছেন- রিয়াজ আহমেদ জুয়েল (চিফ এডমিন), নুর ইসলাম, এমডি হক, নিতু খান, মাহাফুজুল হক চৌধুরী, তুহিন খান, শুভ খান, কবি জাফর আলী, গিয়াস উদ্দীন, শামসুল হক, সেবা খান, আফসানা আহমেদ সূচী, ছলিম উল্লাহ, ইউছুপ সর্দার রুবেল, মাসুম হোসেন ও রোকসানা আক্তার।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)