পাকুন্দিয়ায় সাবেক এমপি বজলুল করিমের দাফন সম্পন্ন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৮:২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পার্টির সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা বজলুল করিম ফালুর দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালিয়া এসআই. উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ি শৈলজানী গ্রামে তাকে সমাহিত করা হয়।

জানাজার শুরুতে বজলুল করিমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মরহুমের জানাজায় জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শওকতসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বজলুল করিম ফালু দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভোগে গতকাল সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৮৮ সালে এরশাদ সরকারের তৎকালীন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের এমপি ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে বিএনপিতে যোগদান করেন। তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :