‘উন্নয়ন ধারা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে’

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৮:৪০

‘অভিযোগ নয়, সমাধান চায় সরকার। সেজন্য সকলকে একযোগে সরকারের উন্নয়ন ধারাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। সরকার সামনের দিকে আসছে, তাই স্থানীয় প্রশাসনকেও সামনের দিকে এগিয়ে আসতে হবে।’

রবিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা তৈরির ফলে প্রতিনিয়ত দেশে নাগরিক জীবনে বহুবিধ সমস্যা তৈরি হচ্ছে। তাই অপরিকল্পিত স্থাপনাগুলো ভেঙে নিয়মমাফিক ও পরিবেশসম্মত স্থাপনা গড়তে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে ঢাকায় প্রায় ৪০টি ভবনে সকল মন্ত্রণালয়ের কাজ চলে আসছে, ভবিষ্যতে চারটি ভবনের মধ্যে মন্ত্রণালয়গুলোর কাজ নিয়ে আসা হবে উল্লেখ করে বলেন, সেই অনুযায়ী সরকার পরিকল্পনা নিয়েছে প্রতিটি জেলা ও উপজেলায় একটি ভবনে সকল দপ্তরের প্রশাসনিক অফিস নিয়ে আসা। এ কাজ সম্পন্ন করতে সরকারের পাশাপাশি স্থানীয় সকলের সহযোগিতার প্রয়োজন।’

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে

জামায়াত পরাশক্তির ওপর নির্ভর করে না: রফিকুল ইসলাম

একাত্তরে আওয়ামী লীগের কেউ প্রত্যক্ষ যুদ্ধ করেননি: রিজভী

দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক বিএনপি: কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :