রাশিয়ার সীমান্তে ফ্রান্স-ব্রিটেনের ট্যাংক-হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ১০:৪৪

রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় ব্রিটিশ রাজকীয় বাহিনীর আক্রমণের কাজে ব্যবহার যোগ্য পাঁচটি অ্যাপচে হেলিকপ্টার পাঠানো হয়েছে। এর আগে এস্তোনিয়াতে সেনাদল, ট্যাংক, যুদ্ধযান এবং আরও সামরিক যান পাঠানো হবে বলে ঘোষণা করেছিল ফ্রান্স।

ইতিমধ্যে ব্রিটিশ রয়েল ফোর্সের এএইচ সিক্স ফোর অ্যাপচে হেলিকপ্টার এস্তোনিয়ার আমারি বিমান ঘাঁটিতে পৌঁছে গিয়েছে। এস্তোনিয় প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, বাল্টিক অঞ্চলে ন্যাটোর বৃহত্তর মোতায়েনের আওতায় ওই দেশে এই পরিমাণ সামরিক অস্ত্র পাঠানো হয়েছে।

ন্যাটোর সামরিক মহড়া ‘স্ট্রিং স্টর্মে’ এই হেলিকপ্টারগুলো অংশ নেবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, রুশ সীমান্ত থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এন্তোনিয়ার তাপা শহরে অবস্থিত সামরিক ঘাঁটিতে এগুলোকে মোতায়েন করা হবে। মহড়ায় অংশ গ্রহণের আগে এস্তোনিয়ার আকাশে এই সমস্ত হেলিকপ্টার প্রথমবারের মতো ওড়া শুরু করবে। এর আগে রাশিয়ার সীমান্তবর্তী এই এলাকায় চারটি এডব্লিউ হান্ড্রেড ফিফটি নাইন ওয়াইলডক্যাট হেলিকপ্টারও পাঠিয়েছে ব্রিটেন।

এছাড়া এস্তোনিয়ার তাপায় ৩০০ জনের ফরাসি একটি সেনাদল পৌঁছেছে। দেশটিতে পাঁচটি ট্যাংক এবং ১৩টি অত্যাধুনিক সামরিক যান এবং পদাতিক সেনাবহনকারী ২০টি যুদ্ধযান পাঠানো হবে বলে প্যারিস থেকে ঘোষণা করা হয়েছে। ট্রেনে করে বিশাল এই সামরিক সজ্জা পাঠানো হবে।

২০১৪ সালে ইউক্রেন সংকটের পর রাশিয়ার নিকটবর্তী এলাকাগুলোতে অবস্থান জোরদার করছে ন্যাটো। এসব এলাকায় যুদ্ধ উপযোগী সেনাদল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া বাড়ানো হয়েছে। এছাড়া রুশ সীমান্তের কাছে ন্যাটোর নজরদারি ও গোয়েন্দা বিমান এবং চালকহীন বিমানের তৎপরতাও বেড়েছে। ফলে এই অঞ্চলে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

ঢাকা টাইমস/২২এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :