আইপিএলের ছক্কার রেকর্ডবুকে ধোনি

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ১১:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কোহলির আরসিবির কাছে ১ রানে ম্যাচ হারলেও  আইপিএলের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ম্যাচে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন মাহি৷ ধোনির বিধ্বংসী ইনিংস সাজানো ৫টি চার ও ৭টি ছয় দিয়ে৷

সাত ছক্কা হাঁকিয়ে এদিন আইপিএলে ২০০টি ছক্কা হাঁকানোর নজির টপকে গেলেন ধোনি৷ ভারতীয়দের মধ্যে ধোনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে ২০০ ছক্কা হাঁকালেন৷ ম্যাচের শেষে ধোনির আইপিএল ছক্কার সংখ্যা ২০৩টি৷

আইপিএলে সর্বাধিক ৩২৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থানে রয়েছেন ক্রিস্টোফার হেনরি গেইল৷ ২০৪টি ছয় হাঁকিয়ে তালিকায় দু’নম্বরে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স৷ ২০৩টি ছয় হাঁকিয়ে তিনে রয়েছেন ধোনি৷ চারে রোহিত হিটম্যান শর্মা৷ আইপিএলে তিনি মোট ১৯০টি ছয় হাঁকিয়েছেন রোহিত৷ সংসখ্যক ছয় হাঁকিয়ে তালিকায় পাঁচে রয়েছেন সুরেশ রায়না৷

ধোনির আইপিএল রেকর্ডের দিনে চেন্নাই অবশ্য থ্রিলার ম্যাচ হেরে বসে৷ ব্যাঙ্গোলারের বিরুদ্ধে ১৬২ রান তাড়া করতে নেমে একসময় ৩৬ বলে চেন্নাইয়ের দরকার ছিল ৭৬ রান।

একটি চার, তিনটি ছয় দিয়ে শেষ ওভার জমিয়ে দিলেও উমেশ যাদবের শেষ বলটি ব্যাটে কানেক্ট করতে না পারায় সিঙ্গলসের জন্য ছোটেন ধোনি৷ তিনি অপরাজিত থাকলেও পার্থিবের দুরন্ত থ্রোয়ে শার্দুল ঠাকুর রান আউট হলে ১৬০ রানে চেন্নাইয়ের ইনিংস শেষ হয়৷ ১ রানে ম্যাচ হারে সুপার কিংস৷

 (ঢাকাটাইমস/২২এপ্রিল/এইচ)