বঙ্গমাতা ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ আজ আমিরাত

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ১২:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ঘরের মাঠে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ট্রফি জেতা স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে অন্যতম ফেভারিট হয়ে আজ সোমবার আরব-আমিরাতের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। প্রথম দিনে ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে গড়াবে সন্ধ্যায় ৬ টায়। ম্যাচটি সম্প্রচার করবে বিটিভি, আরটিভি ও নাগরিক টিভি।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব-আমিরাত ছাড়াও কিরগিজস্তানকে স্বাগত জানাবে বাংলাদেশ। দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামছে। প্রথম দিনের প্রতিপক্ষ আরব-আমিরাতের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের খেলাতে তিনবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগের পরিসংখ্যান স্বাগতিকদের পক্ষেই কথা বলছে। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে বাংলাদেশ গত বছর জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে। এছাড়া ২০১৪ সালে ৬-০ ও ২০১৬ সালে জয় এসেছিলো ৪-০ গোলে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এইচ)