ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ১২:৫৭
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন নামে ২২ বছর বয়সী বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এছাড়া বিএসএফের হাতে আটক হয়েছেন মাসুদ নামে আরেক বাংলাদেশি। সোমবার ভোরে উপজেলার দনগাঁ সীমান্তে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহত সুমন হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে। আটক মাসুদ রানা একই গ্রামের এনাদুলের ছেলে।

বিজিবি জানায়, ভোর চারটার দিকে কয়েকজন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। এছাড়া মাসুদকে আটক করে বিএসএফ।

বিজিবি’র ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :