‘শেখ পরিবারকে আবার বর্বরতা দেখতে হলো!’

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ১৮:৩০ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১৮:৪৯

সাবিনা আক্তার তুহিন

সেহরি খেলাম, এক ঘণ্টা ঘুমাবো ভাবছিলাম। কিন্তু ঘুম আসছে না। কী কারণে ছোট্ট শিশু জায়ানকে জীবন দিতে হলো? পৃথিবীকে আজ কারা অবাসযোগ্য করে তুলছে? কী চায় তারা? কেন এত রক্তপাত? মানুষ মেরে একদল ধর্মের কাজ করছে বলছে? কেউ হোটেল গির্জায় বোমা মারছে? কেউ একজন জনপ্রতিনিধি হয়ে বাবরি মসজিদ ভাঙায় শরিক হতে পেরে গর্বিত হচ্ছে ।

যারা আজ পৃথিবীকে নরক বানাচ্ছে তাদের তো ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে বিশ্বের শান্তি কামনা করেন এমন মানুষদের। মা বাবা পরিবার কী করে সহ্য করবে? আহারে কষ্ট পেয়েছি নিষ্পাপ মাসুম জায়ান, এমনি জায়ানের মতো তিন শতাধিক মানব সন্তান কত যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কোনো ধর্মে কি মানুষ হত্যাকে সমর্থন করে?

মানুষের রক্তের রং লাল সকলের অনুভূতি এক তবে কেন হানাহানি? আমরা কি যে যার ধর্ম শান্তিতে পালন করতে পারি না? যেকোনো বিষয়ে সব ধর্মের কিছু গোঁড়ামির মানুষ আছে তারা নিজ ধর্মে যা লেখা আছে তা পালন করে না। তারা মানব সেবায় থাকে না, তাদের আরাম আয়েশের জীবন, এ ধর্ম ব্যবসায়ীরা হানাহানি লাগাতে উস্কানি দেয় ।

১লা বৈশাখ নিয়ে বক্তৃতা করে রমনায় বটমূলে কত রক্তপাত করা হয়েছিল দেশের শিল্পী গোষ্ঠীর ওপর। এরা মানুষের হাসি দেখতে পারে না, গরুর মাংস খাওয়াতে এবং গরুর মাংস খাওয়া ও ক্রয় বিক্রয়ের কারণে ভারতে জঘন্য নির্যাতন করছে মৌলবাদী গোষ্ঠী। মসজিদে হামলা করে কত প্রাণ ঝরে গেছে কিন্তু কেন এ হামলা? সারা বিশ্বের এ মৌলবাদীদের, অসাম্প্রদায়িক চেতনার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে।

বারুদের গন্ধে রক্তপাতের বিশ্ব কাম্য না। আমরা আমাদের সন্তানদের জন্য শান্তিময় বিশ্ব চাই। ৭৫ এ যে পরিবার শেখ হাসিনা আপা, শেখ সেলিম ভাইয়ের পরিবার দেখেছে সে বর্বরতা আবার দেখলো, আমরা কোথায় নিরাপদ? মৌলবাদ কি নিপাত করতে আমরা সকলে মাঠে থেকে রুখতে পারবো? আমরা কি হাসতে পারবো?

লেখক: আওয়ামী লীগ নেত্রী ও সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ