শ্যামনগরে পাচারকারীদের হাত থেকে দুই ছাত্রী উদ্ধার

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ১৯:৫৭

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকাটাইমস

শ্যামনগর বাস টার্মিনাল এলাকা থেকে রবিবার রাতে পাচারকারীদের কবল থেকে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক তিন পাচারকারীরা হলেন, উপজেলার নাপিতখালি গ্রামের রুহুল আমীন গাইনের  ছেলে আমিনুর রহমান, হযরত গাজীর ছেলে শাহাদত গাজী ও তার  বোন করুনা বেগম।

উদ্ধার দুই শিক্ষার্থী হলো উপজেলার গাবুরা ইউনিয়নের রিফুজা আক্তার (১৩) ও সাদিয়া সুলতানা (১২)।
মাদরাসাছাত্রী রিফুজা আক্তারের মা মাফুজা জানান, রিফুজা বাড়ির মোবাইল নম্বরে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে, ‘ওরা আমাকে বিক্রি করে দিচ্ছে। তোমরা আমাকে বাঁচাও।’ এরপর তার কাছ থেকে ফোন কেড়ে নেয়। আর যোগাযোগ করতে পারিনি। ফুঁসলিয়ে তাদেরকে বাড়ি থেকে নিয়ে যায় করুনা বেগম। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার এসআই মোস্তফা বলেন, দুই ছাত্রীকে পাচার করা হচ্ছে এমন ঘটনা জানার পর তাদের উদ্ধারের জন্য অভিযান চালানো হয়।

রবিবার রাতে পাচারের উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করার সময় বাস টার্মিনাল এলাকা থেকে তিন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ওই দুই ছাত্রীকে।

শ্যামনগর থানা পুলিশের ওসি হাবিল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/মোআ)