তিন জেলার ১৩ চেয়ারম্যান কাল চাঁদপুরে শপথ নিচ্ছেন

শওকতআলী, চাঁদপুর
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ২১:৫৬

লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুরের ১৩ জন চেয়ারম্যানসহ ৩৯ জনপ্রতিনিধি মঙ্গলবার শপথ নিচ্ছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান তাদের শপথবাক্য পাঠ করাবেন।

বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে শপথগ্রহণ করবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ভাইস-চেয়ারম্যান তসলিম আহমেদ, মহিলা-ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।

হাজীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, ভাইস-চেয়ারম্যান গোলাম ফারুক মুরদা, মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন।

শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিরান, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার।

কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস-চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা খানম।

মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম.এ.কুদ্দুছ, ভাইস-চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা বেগম।

মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান এইচ.এম. গিয়াস উদ্দিন ও ভাইস-চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস-চেয়ারম্যান রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।

রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার।

রায়পুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ, ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা বেগম।

রামগতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ রাহীদ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা।

কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রোকসানা আক্তার।

নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, ভাইস-চেয়ারম্যান ওবায়দ উল্যাহ বিপ্লব ও মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান জানান, চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলার জনপ্রতিনিধিরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নিলেও এবার চাঁদপুরের সাতটি উপজেলা, লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা ও নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান চাঁদপুরে শপথ নেবেন।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৪ মার্চ এসব উপজেলার নির্বাচন সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :