গৌরনদীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ২৩:৪৯

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী গৃহবধূ লাবনী আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রাজু ফকির ও তার শ্বশুর অটোরিকশাচালক জামাল ফকির গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করেন।

নিহত লাবনী আক্তার হরিসেনা গ্রামের রাজু ফকিরের স্ত্রী ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. আতিয়ার রহমান জানান, বেশ কয়েকদিন আগে লাবনী আক্তার তার বাবার বাড়ি যায়। সোমবার দুপুরে তাকে নিয়ে আসতে যায় স্বামী রাজু ফকির ও তার বাবা জামাল ফকির। বিকাল ৪টার দিকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশে অটোরিকশায় রওয়ানা হয় লাবনী। এসময় তার পাশের সিটে বসা ছিলেন স্বামী রাজু ফকির। অটোরিকশা চালাচ্ছিলেন রাজুর বাবা জামাল ফকির। অটোরিকশাটি কাছেমাবাদ এলাকা অতিক্রমকালে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন লাবনী। আহত হয় রাজু ফকির ও তার বাবা চালক জামাল ফকির। দুর্ঘটনার পর তৎক্ষণাৎ বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি শেখ মো. আতিয়ার।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)