আইপিএলের ফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১১:১০

দ্বাদশতম আইপিএলের ফাইনাল ম্যাচ চেন্নাই থেকে হয়দরাবাদে সরিয়ে নেওয়া হলো। প্রাথমিকভাবে স্থির হয়েছিল, আগামী ১২ মে চেন্নাইতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু মাঠের দুইটি বন্ধ স্ট্যান্ড খোলার বিষয়ে রাজ্য সরকারের অনুমতি পায়নি তামিলনাড়ু ক্রিকেটে অ্যাসোসিয়েশন। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। হায়দরাবাদের উপল স্টেডিয়ামে এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

নতুন সিদ্ধান্ত অনুসারে কোয়ালিফায়ার-১ ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২ আয়োজনের ভার পড়েছে বিশাখাপত্তনমের ওপর।

নিয়ম অনুযায়ী গতবারের বিজয়ী এবং রানার্স আপের ভেন্যুতে প্লে-অফ অনুষ্ঠিত হয়। যদিও একটি প্লে-অফ ম্যাচ বিশাখাপত্তনমে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২০১৮ সালের আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিল হায়দরাবাদ।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :